থালাপাতি বিজয়ের সিনেমা মানেই প্রেক্ষাগৃহে দর্শকের ঢল। ৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘গোট: গ্রেটেস্ট অব অল টাইম।’ রেকর্ড দিয়েই যাত্রা শুরু করলেন দক্ষিণের এই সুপারস্টার। প্রথম দিনেই বক্স-অফিসে তাণ্ডব চালিয়েছে অভিনেতার সিনেমা।
মুক্তির প্রথম দিনই বিশ্বব্যাপী ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে ‘গোট’। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ মুক্তির প্রথম দিনে শুধু ভারতে আয় করেছে ৪৪ কোটি রুপি। বিশ্বব্যাপী আয় করেছে ১০০ কোটি রুপি। তামিলনাড়ুতে ৩৯ কোটি এবং হিন্দিতে প্রায় দুই কোটির কাছাকাছি আয় করে সিনেমাটি। দ্বিতীয় দিনেও অগ্রিম বুকিং বেশ শক্তিশালী।
মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা তামিল সিনেমা ‘লিও’। গত বছর মুক্তিপ্রাপ্ত এ সিনেমা আয় করেছিল ১৪৬ কোটি রুপি। এ সিনেমায়ও অভিনয় করেন থালাপাতি বিজয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ (১০০ কোটি রুপি)।
‘গোট’ থালাপাতি বিজয়ের ৬৮তম সিনেমা। এতে বিজয়ের সঙ্গে আরো অভিনয় করেছেন প্রভু দেবা, মোহন, জয়রাম, যোগী বাবু, মীনাক্ষী চৌধুরী, লায়লা প্রমুখ। সিনেমাটির বাজেট ৩৭৫ কোটি রুপি।