বিদেশ শিক্ষা স্কলারশিপ

ফ্রান্সের সায়েন্সেস পো ইউনিভার্সিটি দিচ্ছে ফুল ফ্রি স্কলারশিপে

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল ফ্রি স্কলারশিপে স্নাতক প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে ফ্রান্সের সায়েন্সেস পো (দ্য প্যারিস ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ) ইউনিভার্সিটি। বাংলাদেশসহ নন-ইউরোপীয়ান শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২২ ফেব্রুয়ারি ।

প্যারিস ইনস্টিটিউট অব পলিটিকাল স্টাডিজকেই সবাই চেনে সায়েন্সেস পো ইউনিভার্সিটি নামে। এখানে মোট ১৪ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন, যার প্রায় অর্ধেকই আন্তর্জাতিক শিক্ষার্থী। ফ্রান্সের রাষ্ট্রবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানী এমিলি বাউটমির নামে এ স্কলারশিপের নামকরণ করা হয়। প্যারিসের অধিবাসী এমিলি বাউটমি আইন নিয়ে পড়াশোনা করেন।

সুবিধাসমূহ:

এমিলি বাউটমি স্কলারশিপ এর মেয়াদ তিন বছর। শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে এ স্কলারশিপ  দেওয়া হয়ে থাকে। স্নাতক পর্যায়ে চার ক্যাটাগরিতে শিক্ষার্থীদের আর্থিক সুবিধা দেওয়া হয়। স্কলারশিপের জন্য  নির্বাচিত শিক্ষার্থীরা বিদেশি শিক্ষার্থীদের সায়েন্সেস পো ইউনিভার্সিটিতে।

• আবাসনব্যবস্থা  ও খেলাধুলার সুযোগ পাবেন।
• বৃত্তিটির আওতায় মেধার ভিত্তিতে কিছু শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ বছরে ১৩ হাজার ইউরো (বাংলাদেশী টাকায় প্রায় ১২ লক্ষ ৬০ হাজার টাকা) প্রদান করা হয়।
• কিছু শিক্ষার্থীকে বছরে যথাক্রমে ৮ হাজার ৮০০ ইউরো (বাংলাদেশী টাকায় প্রায় ০৯ লক্ষ ৫০ হাজার টাকা), ৬ হাজার ইউরো  (বাংলাদেশী টাকায় প্রায় ৬ লক্ষ ৫০ হাজার টাকা)  ও  ৩ হাজার ৬০০ ইউরো (বাংলাদেশী টাকায় প্রায় ৩ লক্ষ ৮৮ হাজার টাকা) প্রদান করা হবে।
• সায়েন্স ফো বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ফরাসি ভাষা শেখার প্রয়োজনীয়তা নেই।

আবেদনের যোগ্যতা:

• নন-ইরোপীয়ান নাগরিক হতে হবে।
• ইউরোপীয়ান নাগরিকত্বসহ দ্বৈত নাগরিকত্ব থাকলেও আবেদন করা যাবে না।
• শিক্ষার্থীদের অবশ্যই প্রথমবার আবেদনকারী হতে হবে।
• স্নাতক প্রোগ্রামে ভর্তি হতে হবে।
• উচ্চমাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
• সুইজারল্যান্ড ও নরওয়েজিয়ার নাগরিকের আবেদনের প্রয়োজন নেই।

প্রয়োজনীয় নথি

• জীবনবৃত্তান্ত।
• একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদপত্র।
• পাসপোর্টের কপি।
• একাডেমিক রেফারেন্স (১টি)।
• আয়ের প্রমাণপত্র। (যা পরিবারিক অবস্থান ব্যাখ্যা করবে)।

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *