বিদেশ শিক্ষা

ফেলোশিপের মাধ্যমে স্নাতকোত্তর পড়ুন সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়ে

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফেলোশিপের মাধ্যমে স্নাতকোত্তরের সুযোগ দিচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ অন্যান্য সবে দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী বছরের ১৫ মার্চ। ‘এক্সিলেন্স মাস্টার ফেলোশিপ’র আওতায় শিক্ষার্থীরা জেনেভা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত বিষয়গুলো নিয়ে স্নাতকোত্তর করতে পারবেন।

শিক্ষার্থীরা অ্যাস্ট্রোনমি, জীববিদ্যা, রসায়ন, বায়োকেমিস্ট্রি, কম্পিউটার বিজ্ঞান, গণিত, পদার্থবিদ্যা, ফার্মাসিউটিক্যাল বিজ্ঞান, আর্থ সায়েন্স এবং পরিবেশ বিষয়ে আবেদন করতে পারবেন। জেনেভা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নেতৃস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান।

জেনেভা বিশ্ববিদ্যালয়
জেনেভা বিশ্ববিদ্যালয় সুইজারল্যান্ডের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়। ১৫৫৯ সালে জন কেলভিন এটি প্রতিষ্ঠা করেন। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করার উদ্দেশ্য ছিল মানুষকে ধর্মীয় বিষয়ে জ্ঞান দান করা। সমাজে ন্যায় প্রতিষ্ঠার শিক্ষাও দেওয়া হতো এ বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে ইউনিভার্সিটি অব জেনেভা সুইজারল্যান্ডের মধ্যে দ্বিতীয় বৃহত্তম সরকারি বিশ্ববিদ্যালয়। পড়াশোনার জন্য আছে অসংখ্য কোর্স। এ বিশ্ববিদ্যালয়ে রয়েছে আইনসংক্রান্ত, ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত এবং বিভিন্ন বিষয়ে গবেষণার জন্য নানা বিষয়। বিজ্ঞান বিষয়ে পড়াশোনার জন্য এ বিশ্ববিদ্যালয় বিশ্বের যে কোনো দেশের ছাত্রছাত্রীদের কাছেই যেন আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান।

যোগ্যতা
• স্নাতক ডিগ্রি থাকতে হবে
• একাডেমিক ফলাফল  ভালো  হতে হবে
• ইংরেজি ভাষায়  দক্ষ হতে হবে
• নতুন আবেদনকারী হতে হবে

আবেদন করতে যা যা লাগবে
• জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি
•  জীবন বৃত্তান্ত (সর্বাধিক ২ পৃষ্ঠা)
• একাডেমিক সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট
• মোটিভেশন লেটার
•  দু’জন অধ্যাপকের রেফারেন্সের চিঠি
•  ইংরেজি ভাষায়  দক্ষতার সনদ (জিআরই, আইএলটিএস বা টোফেল স্কোর)

সুযোগ-সুবিধাসমূহ
‘এক্সিলেন্স মাস্টার ফেলোশিপ’র আওতায় শিক্ষার্থীদের সর্বোচ্চ  ১০ থেকে ১৫ হাজার সুইস ফ্রাঙ্ক দেওয়া হবে।  এক বছরের জন্য এ ফেলোশিপ দেওয়া হয়। তবে প্রথম সেমিস্টারে সফলতার সঙ্গে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার শর্তে দ্বিতীয় বছরের ফেলোশিপের মেয়াদ বৃদ্ধি করা হতে পারে।

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *