বিদেশ শিক্ষা স্কলারশিপ

ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে হার্ভার্ডে এমবিএ করার সুযোগ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে দুই বছর মেয়াদি এমবিএ প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। বোস্তানি ফাউন্ডেশনের ‘হার্ভার্ড ইউনিভার্সিটি এমবিএ স্কলারশিপ’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো জাতীয়তার শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ মে ২০২৩।

যোগ্যতাসমূহঃ 
• যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
• ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ডের অধিকারী হতে হবে।
• হার্ভার্ডের এমবিএ প্রোগ্রাম থেকে ভর্তির অফার পেতে হবে।
• স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
• জিম্যাট স্কোর প্রদান করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্রঃ 
• সিভি।
• ছবি।
• জিম্যাট স্কোরের সনদ।
• রেফারেন্স লেটার।
নথিপত্রের একটি অনুলিপি admissions@boustany-foundation.org এই ঠিকানায় পাঠাতে হবে।

আবেদন প্রক্রিয়া:
আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন https://boustany-foundation.org/scholarship-programmes/mba-harvard/

সুযোগ-সুবিধাসমূহ:
• টিউশন ফি বাবদ দুই বছরে মোট ১ লক্ষ ২ হাজার ২০০ ইউএস ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৮৮ লক্ষ ২১ হাজার টাকা।
• বিনামূল্যে আবাসনের  ব্যবস্থা।
•  ভ্রমণ খরচ প্রদান করা হবে।
• বোস্তানি ফাউন্ডেশন কর্তৃক দুই মসের ইন্টার্নশিপ সুবিধা।

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ১৬৩৯ সালে ‘নিউ কলেজ” হিসেবে যাত্রা শুরু করে। যার মূল উদ্দেশ্য ছিল খ্রিস্টীয় চার্চের যাজকদের শিক্ষিত করে গড়ে তোলা। শুরুতেই এর নাম “হার্ভার্ড” ছিল না। চার্লসটাউনের মন্ত্রী ছিলেন জন হার্ভার্ড। তিনি এই বিদ্যাপীঠেরই একজন ছাত্র ছিলেন। ১৬৩৮ সালে মৃত্যুর আগে তিনি তাঁর সম্পদের প্রায় অর্ধেক এবং তাঁর তৈরি করা বিশাল বইয়ের লাইব্রেরি তিনি নিউ কলেজের জন্য দান করে যান। পরবর্তীতে ১৬৩৯ সালে জন হার্ভার্ডের নামানুসারে নিউ কলেজের নাম রাখা হলো “হার্ভার্ড কলেজ”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *