কাল থেকে শুরু হচ্ছে দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ ‘ফুটবল বিশ্বকাপ ২০২২’। বিশ্বকাপকে এর এই উন্মাদনা ছড়িয়ে পড়েছে তারকাদের মাঝেও। ইতোমধ্যেই পছন্দের দলকে সাপোর্ট দিতে বিভিন্ন মাধ্যমে ছবি, পোস্ট দিতে শুরু করেছেন অনেকে। তারই ধারাবাহিকতায় ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা পূজা চেরীও প্রকাশ করেছেন নিজের পছন্দের দলের কথা।
চিত্রনায়িকা পূজা চেরি গণমাধ্যমে বলেন তিনি আর্জেন্টিনার সাপোর্টার। ‘যদি আর্জেন্টিনা হেরে যায় টিভি বন্ধ করে দেব। খেলা দেখব না।’ এমনকি ‘আর্জেন্টিনার বাইরে আর কোনো দল নাই।’
আরও বলেন,‘মাঠের খেলাটাই হচ্ছে আসল। তাই এ নিয়ে বেশি তর্ক করা যাবে না। মাঠে বল গড়ালেই বোঝা যায় কে বেশি ভালো খেলে।’
পূজা চেরির ভাষ্য অনুযায়ী ‘মাঠের খেলাটাই হচ্ছে আসল। তাই এ নিয়ে বেশি তর্ক করা যাবে না। মাঠে বল গড়ালেই বোঝা যায় কে বেশি ভালো খেলে। তার মতে,দল আমার একটাই। সেটা হচ্ছে আর্জেন্টিনা। এ নিয়ে আর কোনো কথা হবে না।’