আগামী ২০ তারিখ থেকে কাতারে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহন না করলেও বিভিন্ন বিদেশী দলের সমর্থনে বিশ্কাপের আমেজ পৌছে গিয়েছে বাংলাদেশের প্রতিটি কোণে।এবার বিশ্বকাপ প্রসঙ্গে ঢাকাই চলচ্চিত্রের সবচাইতে জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস বলেন –
‘ফুটবল খেলা যারা পছন্দ করেন এবং বোঝেন তারা ব্রাজিলকে সাপোর্ট করবেন। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে, যা অন্য দলের ক্ষেত্রে আমি অনুভব করি না। তাই আমি ব্রাজিলের সাপোর্টার’
তিনি আরও বলেন, পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সাপোর্টার আমি। তাই আর সব ফুটবল ফ্যানদেরও ব্রাজিল সমর্থন করতে অনুরোধ জানাই। আগেও ব্রাজিল দল করতাম, তবে সেটা না বুঝে। এখন ফুটবল খেলাটা বেশ বুঝি, তাই ব্রাজিলই আমার সেরা দল।
বর্তমানে অপু বিশ্বাস ব্যস্ত আছেন তার নিজের প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ির’ শুটিং নিয়ে। চলতি মাসের ১ তারিখ থেকে মানিকগঞ্জের হরিরামপুর জেলায় শুরু হয়েছে এই সিনেমার শুটিং। এটি পরিচালনায় আছেন বন্ধন বিশ্বাস এবং নায়ক হিসেবে রয়েছেন সায়মন সাদিক।