আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে তিন বছর মেয়াদী স্নাতক এবং দুই বছর মেয়াদী স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে ফিনল্যান্ডের ট্যাম্পের ইউনিভার্সিটি। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় স্নাতকে ১৮ জানুয়ারি এবং স্নাতকোত্তরে ১১ জানুয়ারি ২০২৩।
ট্যাম্পের ইউনিভার্সিটি ফিনল্যান্ডের অন্যতম মাল্টিডিসিপ্লিনারি বিশ্ববিদ্যালয়। এটি ১লা জানুয়ারী, ২০১৯ সালে ট্যাম্পের বিশ্ববিদ্যালয় এবং ট্যাম্পের ইউনিভার্সিটি অফ টেকনোলজির মধ্যে একীভূতকরণ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। ট্যাম্পের ইউনিভার্সিটি ফলিত বিজ্ঞানের ট্যাম্পের ইউনিভার্সিটির প্রধান শেয়ারহোল্ডারও। ট্যাম্পের ইউনিভার্সিটির সাতটি অনুষদ রয়েছে, বিল্ট এনভায়রনমেন্ট অনুষদ, প্রকৌশল ও প্রাকৃতিক বিজ্ঞান অনুষদ, শিক্ষা ও সংস্কৃতি অনুষদ, ব্যবস্থাপনা এবং ব্যবসা অনুষদ, তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ বিজ্ঞান অনুষদ, মেডিসিন এবং স্বাস্থ্য প্রযুক্তি অনুষদ, এবং সামাজিক বিজ্ঞান অনুষদ।
যোগ্যতাসমূহঃ
• আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
• স্নাতকে অধ্যয়নের জন্য উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
• স্নাতকোত্তরে অধ্যয়নের জন্য স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
• একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
• ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। স্নাতকের জন্য আইইএলটিএস একাডেমিক ওভারঅল ব্যান্ডস্কোর ৬.০ সাথে প্রতিটি সেকশনে অন্তত ৫.৫ ব্যাচেলর প্রোগ্রামের জন্য এবং স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য ওভারঅল ৬.৫ সাথে প্রতিটি সেকশনে অন্তত ৬.০ থাকতে হবে।
• যে প্রোগ্রামে আবেদন করতে চাইবেন, সেই প্রোগ্রামের দেয়া প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে হবে।
প্রয়োজনীয় নথিপত্রঃ
• পাসপোর্ট।
• একাডেমিক পেপারস।
• সিভি/রিজিউম।
• মোটিভেশন লেটার।
• জন্ম নিবন্ধন (ইংরেজি)/জাতীয় পরিচয়পত্র।
• আইইএলটিএস (একাডেমিক)/মিডিয়াম অব ইন্সট্রাকশন।
আবেদন প্রক্রিয়াঃ
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.tuni.fi/en/study-with-us/apply-to-tampere-university/financial-matters/scholarships?fbclid=IwAR1J4UWelbMPkevYHeQg6M-wlYp-UJDaV_Bob94CUre1-yrouim2tpJE8Sk#expander-trigger–400718
সুযোগ-সুবিধাসমূহঃ
সম্পূর্ণ বিনা বেতনে অধ্যয়নের সুযোগ প্রদান করবে এবং অনুদান হিসেবে ৫,০০০ ইউরো প্রদান করবে যা শিক্ষার্থী ট্যাম্পের ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করার পরে শিক্ষার্থীর ফিনিশ ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হয়।