বিদ্যালয় বার্তা সর্বশেষ

ফলাপল পুন:নিরীক্ষনের পর কারিগরি বোর্ডে পাশ করলো আরও ৩৫৮ জন

সদ্য প্রকাশিত কারিগরি শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল চ্যালেঞ্জ করেন ৩ হাজার ৮৮৬ জন শিক্ষার্থী। এরমধ্যে ৩৯৭ জনের ফল পরিবর্তন হয়েছে। প্রকাশিত ফলাফলে ফেল ছিল, খাতা চ্যালেঞ্জ করে নতুন করে পাস করেছেন ৩৫৮ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৯ জন।

রোববার কারিগরি শিক্ষাবোর্ডের প্রকাশিত পুনর্নিরীক্ষণ ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। তবে ৩ হাজার ৮৮৬ জন শিক্ষার্থী কতটি ‘স্ক্রিপ্ট বা বিষয়ের খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছিলেন, তা জানা যায়নি।

গত শুক্রবার (১০ মার্চ) ৯টি বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হয়। সেখানে প্রায় তিন হাজার পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এরমধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩১৫ জন। ফেল থেকে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন একজন এবং ফেল থেকে নতুন করে পাস করেছেন ৩৯৯ জন শিক্ষার্থী। এছাড়া বিভিন্ন গ্রেডে আরও ২ হাজার ৮৩৫ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *