বাজারে কত রকমের জিনিস পাওয়া যায়, জীবনের প্রয়োজনে জীবন ধারনের, জীবনকে সাজানোর নানা উপকরন। তার সাথে মৃত্যুকে সাজানোরও।
বাজারে গিয়ে এই ধরনের ব্যানার দেখলে বুকের ভেতরটা ধ্বক করে উঠে। যা আমরা ভুলে থাকতে চাই, তা যেন অনিচ্ছাকৃতভাবে আমাদের চোখের সামনে চলে আসে। মনে হয়, এই যে আমরা কিসের পেছনে ছুটছি! মৃত্যুর তো নির্দিষ্ট কোন বয়স নেই। যে কোন সময় মৃত্যু এসে জীবনের এই সমস্ত আয়োজন মিথ্যা করে দিতে পারে।
যারা মৃত্যুকে বেশি স্মরণ করে এবং মৃত্যু-পরবর্তী অধ্যায়ের জন্য উত্তমরূপে প্রস্তুতি গ্রহণ করে, এরাই সর্বোত্তম দূরদর্শী।’ (ইবনে মাজাহ, হাদিস : ৪২৫৯)