প্রচণ্ড গরমের কারণে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল বৃহস্পতিবার বন্ধ থাকবে। কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হবে।
বুধবার (৭ জুন) বিকালে এসব তথ্য জানান মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান।
তিনি বলেন, মাধ্যমিকের মতো মাদ্রাসা অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। আমরা কিছুক্ষণের মধ্যে ওয়েবসাইটে এ বিষয়ে নোটিশ আকারে জানিয়ে দেব।
এদিকে এক বিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ঝড় সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক প্রকাশিত “তাপ প্রবাহের সতর্কবার্তা” বিজ্ঞপ্তিতে আগামী ৫ থেকে ৬ দিন দেশের উপর দিয়ে চলমান মৃদু, মাঝারি এবং তীব্র তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে। এই তাপ প্রবাহের সতর্কবার্তার কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম আগামী ৮ জুন (বৃহস্পতিবার) তারিখ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৫ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মাধ্যমিক বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক শাখার শিক্ষার্থীরাও ৮ জুন পর্যন্ত ছুটির আওতায় রয়েছে।