বিশ্ব বিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয়

প্রক্টর পদত্যাগের দাবিতে কুবিতে ৫ শিক্ষার্থীর আমরন অনশন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রক্টরের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে আমরণ অনশন করছেন পাঁচ শিক্ষার্থী। রোববার (১৯ মার্চ) বিকেল থেকে অনশন শুরু হলে রাত সোয়া ১২টার দিকে অনশনরতদের দেখে যান উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির।

এসময় তিনি বলেন, প্রতিবাদ করার গণতান্ত্রিক অধিকার সবারই আছে। যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যবস্থার পরিবর্তনের জন্য শিক্ষকদের যেমন অধিকার আছে তেমনি শিক্ষার্থীদেরও অধিকার আছে। তাদের প্রতিবাদ জানানোর যে ভাষা সেটা আমাদের জন্য কষ্টকর। আমরা বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে বসবো।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেফতার, প্রক্টরের অপসারণ, বহিষ্কৃত দুই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে এ আমরণ অনশনে বসেছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *