প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিশ্ব বিদ্যালয়

প্রকাশিত হয়েছে মাভাবিপ্রবির দ্বিতীয় মেধাতালিকা

প্রকাশিত হয়েছে গুচ্ছভুক্ত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির দ্বিতীয় মেধাতালিকা ও মাইগ্রেশন তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

ওয়েবাসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, তালিকায় নামের পাশে থাকা ‘নিউ মেরিট’ ট্যাগযুক্তদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ ছাড়া মাইগ্রেশন প্রাপ্তদের ভর্তির অন্যান্য প্রক্রিয়া অনুসরণ করতে হবে। নোটিশ ও তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধাতালিকা থেকে শিক্ষার্থী ভর্তি শেষ হয়েছে। এ পর্যায় শেষে বিশ্ববিদ্যালয়টিতে ৫৮১টি আসন ফাঁকা রয়েছে

জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে মাভাবিপ্রবিতে মোট আসন ৮২০টি। প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হয়েছে ২৩৯ জন। ‘এ’ ইউনিটে ভর্তি হয়েছেন ১৯৫ জন। ‘বি’ ইউনিটে ১২ জন ও ‘সি’ ইউনিটে ৩২ জন ভর্তি হয়েছেন। সে হিসাবে বিশ্ববিদ্যালয়টিতে এখনো ৫৮১টি আসন ফাঁকা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *