খেলাধুলা

পেনাল্টির সময় নিজেকে শান্ত রেখেছিলাম : মার্টিনেজ

বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের নায়ক বনে গেলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে ডাচদের বিপক্ষে টাইব্রেকারে জিতিয়েছিলেন। এবার বিশ্বকাপের ফাইনালের মতো মঞ্চে মাথা ঠান্ডা রেখে দলকে আবারও জেতালেন এই এস্টন ভিলার গোলরক্ষক।

ম্যাচ শেষে মার্তিনেজ বললেন, ‘এই খেলায় আমরা ভুগেছি। দুটি শট, তারা (ফ্রান্স) সমতায় ফিরলো। তারা আবার পেনাল্টি পেলো, গোল করলো। ঈশ্বরকে ধন্যবাদ যে আমি আমার কাজ করেছি, যেটার স্বপ্ন দেখতাম।’

পেনাল্টিতে নির্ভার থাকার কথা বললেন তিনি, ‘আমি এমন বিশ্বকাপের স্বপ্ন দেখিনি। আমি পেনাল্টি শুটআউটের সময় শান্ত ছিলাম।’

বিশ্বকাপের এই জয়কে নিজের পরিবারের জন্য উৎসর্গ করেন মার্টিনেজ। তিনি বলেন, ‘আমি খুব ভদ্র ঘরের ছেলে এবং ছোট বেলা থেকেই আমি ইংল্যান্ডে ছিলাম। আমার এই জয় আমি পরিবারকে উৎসর্গ করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *