ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। ঠিক এক বছর আগে আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিল।
বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ১২টার পরপরই পরী ছেলের একটি ভিডিও পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানায়। পোস্টে তিনি লেখেন, ‘হ্যাপি বার্থডে আমার নাড়ি কাটা ধন।’ শেষে দুটি ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন।
এদিকে ছেলের জন্মদিন উপলক্ষে দিনটি ঘিরে নানান আয়োজন করেছেন পরীমণি। সবকিছু একা হাতেই সামলাচ্ছেন এ নায়িকা।
তবে ছেলের জন্মদিন হওয়া সত্ত্বেও আয়োজনের কোথাও দেখা যাচ্ছে না বাবা শরিফুল রাজকে। জানা গেছে, অভিনেতা এখন কলকাতায় আছেন।
এর আগে পরীমণি জানিয়েছিলেন, ‘আমি একাই সবকিছু করছি। তবে আমাদের (পরীমণি ও শরিফুল রাজ) অনেক পরিকল্পনা ছিল। তবে রাজ না থাকায় সব আমাকেই করতে হয়েছে।’
এদিকে রাজ্যকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তমা মির্জা, অপু বিশ্বাস, বিল্পব সাহা, মোওমিসহ অনেকে। তবে বাবা শরিফুল রাজের কোনো বার্তা পাওয়া যায়নি।
Post Views: 106
Like this:
Like Loading...
Related