লিওনেল মেসি কি আগামী বিশ্বকাপে খেলবেন? যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপে তার বয়স হবে ৩৯। এত দূরের ভাবনা ভাবাটা যে কঠিনই হবে!
আপাতত মেসি জানিয়ে দিয়েছেন, তিনি চ্যাম্পিয়ন হিসেবেই আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যেতে চান। কতদিন সেটি পরিষ্কার করেননি।
সাতবারের ব্যালন ডি’অর জয়ীর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তার হাতেই দিলেন স্কালোনি। তবে জাতীয় দলের দরজা সবসময় খোলা থাকবে তার জন্য। পরের বিশ্বকাপেও তাকে দেখার আশা আর্জেন্টিনা কোচের, ‘সবার প্রথমে বলতে হয়, ২০২৬ সালের বিশ্বকাপে তার জন্য আমাদের একটা জায়গা রেখে দিতে হবে। যদি সে খেলে যেতে চায়, আমাদের সঙ্গে থাকবে, তার জন্য সবসময় ‘১০’ থাকবে। আমি মনে করি সে খেলবে কি না কিংবা তার ক্যারিয়ার নিয়ে কী করতে চায়, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার বেশি।’
স্কালোনি আরো জানান, কোপা আমেরিকায় ব্রাজিলকে হারানো পর মেসির সঙ্গে কথা হচ্ছিল। সামনে বড় চ্যালেঞ্জ ছিল। দেশের মানুষ বড় স্বপ্ন দেখতে শুরু করেছিল। মেসি আমাকে বলেছিল, যাই হোক না কেন, আমাদের ছুটে যেতে হবে। মেসির কথা আমাকে দারুণভাবে তাড়িত করেছে।