বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাসেল ডমিঙ্গো নিজের এমন সিদ্ধান্ত বিসিবিকে জানিয়েছেন বলে বুধবার বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনূস জানান।
তিনি বলেন, বড়দিনের ছুটি কাটাতে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় আছেন রাসেল ডমিঙ্গো। মঙ্গলবার এক ই-মেইল বার্তায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ থেকে তিনি পদত্যাগের বিষয়টি জানান।
ভারতের বিপক্ষে মিরপুর টেস্ট শেষ হওয়ার দিনই বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ইঙ্গিত দিয়েছিলেন, জাতীয় দলের কোচিং প্যানেলে পরিবর্তন আসতে পারে। পরের দিন সেটি স্বীকার করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। যদিও হেড কোচ পদ ছাড়তে পারেন, সেটি তখন বলেননি তারা।
তবে জালাল ইউনুসের কথায় অনেকটাই পরিষ্কার হয়ে যায় ডোমিঙ্গো আর থাকছেন না। তিনি বলেছিলেন, ‘আমাদের এমন কোচ দরকার, টিমের ওপর ইমপ্যাক্ট থাকে, টিমের মধ্যে তার প্রভাব থাকবে।’
২০১৯ সালে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল রাসেল ডমিঙ্গোকে। পরে এই চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়।