সাজেশন

পঞ্চম শ্রেণি – বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১

অধ্যায় ১

১৯. প্রশ্ন: মুক্তিযুদ্ধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অবদান সম্পর্কে লেখো।

উত্তর: আমাদের মুক্তিযুদ্ধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের যথেষ্ট অবদান রয়েছে। এ যুদ্ধে দলমত-নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষও এ যুদ্ধে অবদান রাখেন। নারীরা মুক্তিযোদ্ধাদের খাবার, আশ্রয় এবং তথ্য দিয়ে সাহায্য করেন। অনেক নারী প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। সংস্কৃতিকর্মীরা তাঁদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেন। এ ছাড়া প্রবাসী বাঙালিরা ও বিশ্বের বিভিন্ন দেশে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেন।

২০. প্রশ্ন: কত সালে বাঙালিরা ভাষা আন্দোলনের মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ করে? আমাদের মহান মুক্তিযুদ্ধ কীভাবে শুরু হয়? এমন ৪টি ঘটনার কথা উল্লেখ করো যা মুক্তিযুদ্ধ সংঘটনে ভূমিকা রেখেছিল?

উত্তর: ১৯৫২ সালে বাঙালিরা ভাষা আন্দোলনের মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ করে।

১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়।

আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধ সংঘটনে ভূমিকা রেখেছে এমন চারটি ঘটনা হলো–

ক. ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন

খ. ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান

গ. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় হওয়ার পরও ক্ষমতা না দেওয়া

ঘ. ১৯৭১ সালের ২৫ মার্চে পাকিস্তান সেনাবাহিনীর নারকীয় গণহত্যা ও বাঙালিদের প্রতিরোধ।

রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *