বিনোদন

নাম প্রকাশের আগেই ১৬০ কোটি আয়

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয়ের সিনেমা মানেই বিশাল আয়োজন। আর সেই সঙ্গে বিনোদনে ভরপুর। পরিচালক লোকেশ কঙ্গরাজ ও অভিনেতা বিজয় এবারও জুটি বাঁধছেন বলে আগেই জানা গিয়েছিল। নতুন ওই সিনেমার নাম ‘থ্যালাপতি ৬৭’।

যদিও এখন পর্যন্ত ছবিটির বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। কিন্তু এর আগেই ‘থ্যালাপতি ৬৭’ আয় করেছে ১৬০ কোটি রুপি।

জানা গেছে, অনেক আগে থেকেই সিনেমাটির স্বত্ব কিনে নিতে ব্যাপক আগ্রহী ওটিটি প্ল্যাটফর্মগুলো। সিনেমাটি অবশ্যই আগে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর পরে ওটিটি প্ল্যাটফর্মে। কিন্তু তবুও ওটিটি প্ল্যাটফর্মগুলোর আগ্রহে একটুও ভাটা পড়েনি সিনেমাটির স্বত্ব কিনতে।

‘থ্যালাপতি ৬৭’- ছবিটির বাজেট প্রায় ৩২০ কোটি রুপি। সে হিসাব অনুযায়ী মুক্তির আগেই বাজেটের অর্ধেক তুলে নিয়েছে সিনেমাটি। আগামী ডিসেম্বরে শুরু হবে সিনেমার শুটিং। টানা আট মাস বিভিন্ন লোকেশনে সিনেমার শুটিং হবে।

‘থ্যালাপতি ৬৭’ সিনেমায় বিজয় ছাড়াও আরও থাকবেন নিভিন পাউলি, গৌতম মেনন, তৃষ্ণা কৃষ্ণান, মনসুর আলী খান, সঞ্জয় দত্ত, নিভিন পাউলি, বিশালসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *