চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসির ‘বর্ডার’ নামের সিনেমা নির্মাণ করেন। অনেকদিন আগেই নির্মাণ শেষ করে সেন্সর বোর্ডে জমা দেয়া হয়। কিন্তু সিনেমার নাম ও বেশকিছু দৃশ্য নিয়ে আপত্তি জানিয়ে প্রদর্শনের অযোগ্য ঘোষণা করে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। তবে সেসব সংশোধনের পর এবার ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।
শুক্রবার (২ ডিসেম্বর) সিনেমার পরিচালক সৈকত নাসির সেন্সর ছাড়পত্র পাওয়ার খরব নিশ্চিত করে বলেন, ‘সেন্সর বোর্ড সদস্যদের ভূয়সী প্রশংসায় সেন্সর পেল সুলতানপুর (বর্ডার)। ধন্যবাদ সবাইকে, যারা পাশে ছিলেন সবসময়।’
সীমান্তবর্তী এলাকার মানুষ, তাদের জীবনাচরণ ও সীমান্তএলাকায় মাদক চোরাচালান এসব তৈরী হয়েছে সিনেমা। সিনেমার কাহিনি লিখেছেন আসাদ জামান। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার। আরও আছেন সুমন ফারুক, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, অধরা খান, মৌমিতা মৌ, শাহিন মৃধা। সিনেমাটি প্রযোজনা করছেন ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্ট।