সাজেশন

নবম শ্রেণি – কৃষিশিক্ষা

অধ্যায় ১

১. কৃষিকাজ ও কৃষিপ্রযুক্তি কী?

ক. একে অপরের পরিপূরক

খ. একে অপরের বিপরীত

গ. একে অপরের ভিন্নধর্মী

ঘ. সম্পূর্ণ আলাদা

২. যে প্রক্রিয়ায় কৃষিকাজ করা হয় তাকে কী বলে?

ক. কৃষিপ্রযুক্তি খ. কৃষি যান্ত্রিকীকরণ

গ. জমি প্রস্তুতি ঘ. কৃষি আবহাওয়া

৩. ফসল উৎপাদন কোন বৈশিষ্ট্যের ওপর নির্ভরশীল?

ক. মাটি খ. সার

গ. বীজ ঘ. পানি

৪. বাংলাদেশের মাটিতে কোন নদীর পলি অনুপস্থিত?

ক. পদ্মা খ. মেঘনা

গ. ব্রহ্মপুত্র ঘ. শীতলক্ষ্যা

৫. খরিপ–২ মৌসুমের সময়কাল কখন?

ক. চৈত্র হতে জ্যৈষ্ঠ

খ. আষাঢ় হতে ভাদ্র

গ. আশ্বিন হতে ফাল্গুন

ঘ. জ্যৈষ্ঠ হতে শ্রাবণ

৬. গম চাষের জন্য আদর্শ পিএইচ মাত্রা কত?

ক. ৫.০—৬.০ খ. ৬.০—৭.০

গ. ৬.৫—৭.৫ ঘ. ৭.০—৮.০

৭. কোন নদীর পলিবাহিত উর্বর সমভূমিতে পাট ভালো জন্মে?

ক. পদ্মা খ. মেঘনা

গ. শীতলক্ষ্যা ঘ. তিস্তা

৮. অতিরিক্ত পানি কোন ফসলের জন্য ক্ষতিকর?

ক. পাট খ. গম

গ. ডাল ঘ. ধান

৯. মাটির গঠন ও প্রকৃতি অনুযায়ী ৩০টি কৃষি পরিবেশ অঞ্চলকে কয় ভাগে ভাগ করা যায়?

ক. ৩টি খ. ৪টি

গ. ৫টি ঘ. ৬টি

১০. আলু চাষের উত্তম অম্লমান মাত্রা কত?

ক. ৩–৪ খ. ৪–৬

গ. ৬–৭ ঘ. ৭–৮

সঠিক উত্তর

অধ্যায় ১: ১.ক ২.ক ৩.ক ৪.ঘ ৫.খ ৬.খ ৭.খ ৮.গ ৯.গ ১০.গ

সূত্র : প্রথম আলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *