বিনোদন

নতুন বসন্তে পা দিলেন ঢালিউড রাণী শাবনূর

নব্বইয়ের দশক থেকে এ পর্যন্ত আসা অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় তারকা হিসেবে এখনো বিবেচনা করা হয় চিত্রনায়িকা শাবনূরকে। দীর্ঘ ক্যারিয়ারে বাংলা চলচ্চিত্রকে তিনি যেভাবে সমৃদ্ধ করেছেন, তা আজীবনই মনে রাখবে এ দেশের সিনেপ্রেমীরা। নানামাত্রিক চরিত্রে অভিনয় দক্ষতা দেখিয়ে শাবনূর যেভাবে দর্শকদের মন জয় করে নিয়েছেন, এতে তাকে আদর্শ হিসেবে মানেন এই প্রজন্মের অনেক নায়িকা।

শনিবার ছিল (১৭ ডিসেম্বর) তার ৪২তম জন্মদিন। বর্তমানে অভিনয় থেকে দূরে থাকলেও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন লাস্যময়ী অভিনেত্রী।

১৯৯৩ সালে প্রয়াত পরিচালক এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন শাবনূর।তারপর একের পর এক ব্যবসা-সফল ছবি উপহার দিয়েছেন পেয়েছেন দর্শক জনপ্রিয়তা

প্রসঙ্গত, শাবনূর ২০১১ সাল থেকে তিনি অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। ২০১২ সালে ২৮ ডিসেম্বর তিনি বিয়ে করেন। পরে ২০২০ সালের ২৬ জানুয়ারি প্রবাসী অনীক মাহমুদের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয় অভিনেত্রীর। আইজান নামে একটি পুত্রসন্তান আছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *