বিজ্ঞান ও প্রযুক্তি

নতুন ফিচার আসলো হোয়াটসঅ্যাপে

নতুন ফিচারটি উপভোগ করা যাবে গ্রুপ চ্যাট করার সময় গ্রুপের অন্তর্ভুক্ত মেম্বারদের মেসেজে তাদের নামের পাশাপাশি প্রোফাইল পিকচারও ফোনের স্ক্রিনে দেখা যাবে। ফলে যারা গ্রুপে দেদার আড্ডা দিতে পছন্দ করেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি দারুণ সুখবর!

এবার মেম্বারদের প্রোফাইল ফটো দেখা যাবে গ্রুপ চ্যাটে

উল্লেখ্য যে, কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে বহু সংখ্যক মানুষ বিদ্যমান থাকায় অনেক সময়ই কে মেসেজ করছে, তা খুব সহজে বোধগম্য হয়ে ওঠে না। বিশেষ করে একই নামধারী একাধিক ব্যক্তি গ্রুপে থাকলে মূলত এই সমস্যাটি চোখে পড়ে। তবে আলোচ্য ফিচারটির আগমন ঘটলে ইউজাররা নিশ্চিতভাবে এই সমস্যার হাত থেকে রেহাই পাবেন। বিশেষত কন্ট্যাক্ট লিস্টে সেভ করা নেই, এরকম কেউ গ্রুপে মেসেজ করলে তাদেরকে এই ফিচারের সহায়তায় খুব সহজেই চিহ্নিত করতে পারবেন ব্যবহারকারীরা (অবশ্য যদি তারা প্রোফাইল ফটোতে নিজের ছবি ব্যবহার করে থাকেন)। প্রসঙ্গত জানিয়ে রাখি, হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার WaBetaInfo সম্প্রতি এই বহু প্রতীক্ষিত ফিচারটির আগমনের খবর প্রকাশ্যে এনেছে। সংস্থাটি হালফিলে টুইট করে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের আসন্ন ফিচারটির একটি স্ক্রিনশটও শেয়ার করেছে।

আপাতত ডেস্কটপ বিটা ভার্সনে এসেছে এই ফিচার

WaBetaInfo-র প্রতিবেদনে বলা হয়েছে, এই নতুন ফিচারটি বর্তমানে অ্যাপটির ডেস্কটপ বিটা ভার্সন ২.২২৪৫.৩-এর জন্য রোলআউট করা হচ্ছে। ফলে আপনি যদি হোয়াটসঅ্যাপের ডেস্কটপ বিটা ভার্সন ব্যবহার করেন, তাহলে এই ফিচারটি আপনার জন্য উপলব্ধ হয়ে গেছে বলেই ধরে নেওয়া যেতে পারে। তবে কোনোভাবে যদি এখনও এই ফিচারটি আপনার কাছে এসে না পৌঁছোয়, তাহলে কিন্তু চিন্তার কোনো কারণ নেই; কেননা নিশ্চিতভাবে আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করলেই আপনি আলোচ্য ফিচারটির নাগাল পেতে সক্ষম হবেন।

সফলভাবে বিটা টেস্টিং পর্ব সম্পন্ন হয়ে গেলেই ফিচারটিকে স্টেবল ভার্সনে রোলআউট করা হবে

পূর্বেই বলেছি, বর্তমানে ডেস্কটপ বিটা ব্যবহারকারীদের জন্য WhatsApp-এর আলোচ্য ফিচারটি রোলআউট করা হচ্ছে। উল্লেখ্য যে, আইওএসের জন্য ইতিমধ্যেই আইওএস বিটা ২২.২৩.০.৭০ ভার্সনে এই ফিচারটিকে উপলব্ধ করা হয়েছে। তবে অ্যান্ড্রয়েড বিটা ইউজাররা কবে এটিকে হাতেনাতে পরীক্ষা করার সুযোগ পাবেন, সে বিষয়ে সংস্থার তরফে এই মুহূর্তে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে আশা করা হচ্ছে যে, ডেক্সটপ ভার্সনে সফলভাবে রোলআউট করা হয়ে গেলেই অ্যান্ড্রয়েড বিটা ইউজাররাও এই ফিচারটি ব্যবহার করার সুযোগ পাবেন। এবং বিটা পর্যায়ে সফলভাবে টেস্টিং পর্ব সম্পন্ন হয়ে গেলেই যে ফিচারটিকে স্টেবল ভার্সনে রোলআউট করা হবে

পূর্বেই বলেছি, বর্তমানে ডেস্কটপ বিটা ব্যবহারকারীদের জন্য WhatsApp-এর আলোচ্য ফিচারটি রোলআউট করা হচ্ছে। উল্লেখ্য যে, আইওএসের জন্য ইতিমধ্যেই আইওএস বিটা ২২.২৩.০.৭০ ভার্সনে এই ফিচারটিকে উপলব্ধ করা হয়েছে। তবে অ্যান্ড্রয়েড বিটা ইউজাররা কবে এটিকে হাতেনাতে পরীক্ষা করার সুযোগ পাবেন, সে বিষয়ে সংস্থার তরফে এই মুহূর্তে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে আশা করা হচ্ছে যে, ডেক্সটপ ভার্সনে সফলভাবে রোলআউট করা হয়ে গেলেই অ্যান্ড্রয়েড বিটা ইউজাররাও এই ফিচারটি ব্যবহার করার সুযোগ পাবেন। এবং বিটা পর্যায়ে সফলভাবে টেস্টিং পর্ব সম্পন্ন হয়ে গেলেই যে ফিচারটিকে স্টেবল ভার্সনে রোলআউট করা হবে

পূর্বেই বলেছি, বর্তমানে ডেস্কটপ বিটা ব্যবহারকারীদের জন্য WhatsApp-এর আলোচ্য ফিচারটি রোলআউট করা হচ্ছে। উল্লেখ্য যে, আইওএসের জন্য ইতিমধ্যেই আইওএস বিটা ২২.২৩.০.৭০ ভার্সনে এই ফিচারটিকে উপলব্ধ করা হয়েছে। তবে অ্যান্ড্রয়েড বিটা ইউজাররা কবে এটিকে হাতেনাতে পরীক্ষা করার সুযোগ পাবেন, সে বিষয়ে সংস্থার তরফে এই মুহূর্তে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে আশা করা হচ্ছে যে, ডেক্সটপ ভার্সনে সফলভাবে রোলআউট করা হয়ে গেলেই অ্যান্ড্রয়েড বিটা ইউজাররাও এই ফিচারটি ব্যবহার করার সুযোগ পাবেন। এবং বিটা পর্যায়ে সফলভাবে টেস্টিং পর্ব সম্পন্ন হয়ে গেলেই যে ফিচারটিকে স্টেবল ভার্সনে রোলআউট করা হবে

পূর্বেই বলেছি, বর্তমানে ডেস্কটপ বিটা ব্যবহারকারীদের জন্য WhatsApp-এর আলোচ্য ফিচারটি রোলআউট করা হচ্ছে। উল্লেখ্য যে, আইওএসের জন্য ইতিমধ্যেই আইওএস বিটা ২২.২৩.০.৭০ ভার্সনে এই ফিচারটিকে উপলব্ধ করা হয়েছে। তবে অ্যান্ড্রয়েড বিটা ইউজাররা কবে এটিকে হাতেনাতে পরীক্ষা করার সুযোগ পাবেন, সে বিষয়ে সংস্থার তরফে এই মুহূর্তে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে আশা করা হচ্ছে যে, ডেক্সটপ ভার্সনে সফলভাবে রোলআউট করা হয়ে গেলেই অ্যান্ড্রয়েড বিটা ইউজাররাও এই ফিচারটি ব্যবহার করার সুযোগ পাবেন। এবং বিটা পর্যায়ে সফলভাবে টেস্টিং পর্ব সম্পন্ন হয়ে গেলেই যে ফিচারটিকে স্টেবল ভার্সনে রোলআউট করা হবে।

সূত্র : টেকগুপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *