বলিউড পাড়ায় শুনা যাচ্ছে একের পর এক খুশির খবর। কিছুদিন আগেই মা হয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। আর এবার মা হওয়ার সুখবর দিলেন জনপ্রিয় আরেক অভিনেত্রী বিপাশা বসু।
শনিবার (১২ সেপ্টেম্বর) কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ৪৩ বছর বয়সি এই বলিউড সুন্দরী। করণ সিং গ্রোভার- বিপাশা দম্পতির এটি প্রথম সন্তান। এই জুটির দুই থেকে তিন হওয়ার খবর সামনে আসতেই ভক্ত থেকে শুরু করে বলিউড তারকা, সকলের শুভেচ্ছায় ভাসছেন।
‘অ্যালোন’ সিনেমার শুটিং সেটে প্রথম বন্ধুত্ব হয় বিপাশা-করণের। ২০১৫ সালে এই সিনেমা মুক্তি পায়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন চুটিয়ে প্রেম করার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল বিয়ে করেন এই জুটি।