খেলাধুলা

দক্ষিন কোরিয়া ও উরুগুয়ের মধ্যে গোলশূন্য ড্র।

কাতার বিশ্বকাপে এশীয় দেশগুলোর দাপট চলছেই। সৌদি আরব, জাপানের পর এবার বড় দলকে থমকে দিলো আরেক এশিয়ান দেশ দক্ষিণ কোরিয়া। এবার কোরিয়ানদের শিকার উরুগুয়ে। দু’বারের বিশ্বচ্যাম্পিয়নদের গোলই করতে দেয়নি কোরিয়ার ফুটবলাররা। যার ফলে ম্যাচ হয়েছে গোলশূন্য ড্র।

একের পর এক আক্রমণ সাজিয়েও গোল আদায় করতে পারেননি সুয়ারেজ-কাভানিরা। লুই সুয়ারেস, ফেদেরিকো ভালভার্দে, এদিনসন কাভানির মতো নাম থাকার পরও টলানো যায়নি দক্ষিণ কোরিয়াকে।

১০টি আক্রমণ করেও মাত্র ১ বার গোলমুখে শট রাখতে পেরেছে উরুগুয়ে। সেটিও সফলতার সঙ্গে ঠেকিয়ে দিয়েছেন দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সিউং। অবশ্য ভাগ্য খারাপও বলা যায় উরুগুইয়ানদের। ম্যাচে তাদের দুটি সুযোগ ফিরে যায় গোলপোস্টে লেগে।

দুর্ভাগ্যজনকভাবে দুটিই দুই অর্ধের শেষ মিনিটে এসে। প্রথমার্ধের শেষ মিনিটে দিয়েগো গোডিনের হেড এবং দ্বিতীয়ার্ধের শেষ মিনিটে ফেদে ভালভার্দের শট গোলপোস্টে লেগে ফিরে যায়।

অন্যদিকে ম্যাচে ৪৪ শতাংশ বল দখলে রাখা কোরিয়া ম্যাচে ৭টি আক্রমণ সংগঠিত করে। তবে ৭টি আক্রমণ করেও একটি শটও উরুগুয়ের জাল বরাবর করতে পারেনি কোরিয়ার ফুটবলাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *