ত্রিমাত্রিক অ্যাভাটার (চেহারার আদলে ছবি বা ইমোজি) ব্যবহারের সুযোগ চালু করেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এ সুবিধা কাজে লাগিয়ে চাইলেই হোয়াটসঅ্যাপ প্রোফাইলে নিজেদের চেহারার আদলে ত্রিমাত্রিক অ্যাভাটার ব্যবহার করা যাবে। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী এ সুবিধা পাবেন। আজ বুধবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ।
অ্যাভাটার সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপের প্রোফাইল ফটো সেটিংস অপশনে ‘ইউজ অ্যাভাটার’ মেন্যু দেখা যাবে। অপশনটিতে ক্লিক করে প্রোফাইলে থাকা ছবির আদলে নিজের অ্যাভাটার তৈরি করা যাবে।
সূত্র: টেক ক্রাঞ্চ