বিশ্ব বিদ্যালয় স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়

ঢাবিতে বিজ্ঞান বিভাগে আবেদনকারীর সংখ্যা সর্বাধিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য আজ বেলা সাড়ে ১২টা পর্যন্ত আবেদন করেছেন দুই লাখ ৮৩ হাজারের বেশি ভর্তিচ্ছু। তবে রাত ১২টা পর্যন্ত আবেদন তিন লাখের কাছাকাছি চলে যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আজ সোমবার (২০ মার্চ)।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচ হাজার ৯৬৫টি আসন রয়েছে। মোট আবেদন ২ লাখ ৯০ হাজার হলে প্রতি আসনের জন্য প্রায় ৫০ জনের লড়াই হবে। তবে ইউনিট ভেদে এ সংখ্যা কম বেশি হবে।

জানা গেছে, সোমবার দুপুর পর্যন্ত কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আবেদন পড়েছে ১ লাখ ১৫ হাজার ৮৫৪টি। মোট আসন দুই হাজার ৯৩৪টি। সে হিসেবে আসন প্রতি লড়াই হতে পারে প্রায় ৪০ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *