ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের যেসব বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম নেই সেসব জায়গায় সেকেন্ড টাইম চালুর দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছুদের একাংশ। রোববার (২০ নভেম্বর) এই দাবির পরিপ্রেক্ষিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবেন ২০২১ সালের এইচএসসি উত্তীর্ণরা। বেলা ১১টায় তাদের এই কর্মসূচী পালনের কথা রয়েছে
বিষয়টি একটি অনলাইন নিউজকে নিশ্চিত করেছেন ঢাবিতে সেকেন্ড টাইম আন্দোলনের অন্যতম সমন্বয়ক আলভী মাহমুদ।
তিনি বলেন, ঢাবিসহ সকল বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ পাওয়া আমাদের অধিকার। এই অধিকার থেকে দীর্ঘদিন ধরে আমাদের বঞ্চিত করা হচ্ছে। এর প্রতিবাদে মূলত আজ আমরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করব।
আলভী জানান, বেলা ১১টায় শাহবাগের জাতীয় যাদুঘরের সামনে আমাদের কর্মসূচি শুরু হবে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব। তবে দাবি মেনে নেওয়া না হলে শাহবাগ অবরোধ করা হবে বলেও জানান তিনি।