রাজধানীর হাজারীবাগের কোম্পানি ঘাট বেড়িবাঁধ এলাকায় রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হন শহীদ শেখ রাসেল সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান মিম। এ ঘটনার পর পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধে বিক্ষোভ করেছে বিদ্যালয়টির শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) শহীদ শেখ রাসেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করে তারা। শিক্ষার্থীেদের অভিযোগ, গত ২২ আগস্ট বিদ্যালয়ের সামনের রাস্তা পার হচ্ছিলেন নুসরাত জাহান মিম। এ সময় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত মি এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
বিক্ষোভ সমাবেশে বিদ্যালয়ের সামনে ফুটওভার ব্রিজ, জেব্রা ক্রসিং ও স্পিড ব্রেকার তৈরি ও চালকের দৃষ্টান্তমূলক শাস্তিসহ পাঁচ দফা দাবি তুলে ধরে শিক্ষার্থীরা।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক সেলিনা আখতার জাগো নিউজকে বলেন, আমাদের বিদ্যালয়ের একজন শিক্ষার্থী আহত হয়েছে। আমরা বিদ্যালয়ের সামনে নিরাপদ সড়ক চাই। আহত শিক্ষার্থীর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথাও বলেন তিনি।