কলেজ বার্তা বিশ্ব বিদ্যালয় সর্বশেষ

ডিগ্রীর শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদনের সময়সীমা ৬ এপ্রিল

স্নাতক (পাস) ও সমমান পর্যায়ে প্রথম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তি দেবে সরকার। এজন্য শিক্ষার্থীরা আগামী ৬ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক স্নাতক (পাশ ও সমমান পর্যায়ের বা ডিগ্রি প্রথমবর্ষে (২০২০-২১ শিক্ষাবর্ষের) ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ২০২০-২৩ অর্থবছরে উপবৃত্তি দেওয়া হবে।

এতে আরও বলা হয়েছে, স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের বা ডিগ্রির শুধু প্রথম বর্ষের (২০২০-২১ শিক্ষাবর্ষে) অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি পাওয়ার জন্য https://estipend.pmeat.gov.bd-এ লিংকে প্রবেশ করে অনলাইনে নিবন্ধন করতে হবে। ই-স্টাইপেন্ড সিস্টেমের ব্যবহার নির্দেশিকা অনুসরণপূর্বক আগামী ১৫ মার্চ থেকে পরবর্তী ৬ এপ্রিল পর্যন্ত উল্লিখিত লিংকের সিস্টেম ব্যবহার করে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *