খেলাধুলা

টেস্ট র‌্যাংকিংয়ে দ্বাদশ অবস্থানে লিটন

আইসিসি টেস্ট ব‌্যাটসম‌্যানদের র‌্যাংকিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মধ‌্যে সেরা অবস্থানে চলে এসেছেন লিটন দাস। বছর শুরু করেছিলেন ৩১তম অবস্থানে। বছরের শেষে তার অবস্থান দ্বাদশে।

যেখানে আগে পা পড়েনি বাংলাদেশের ক্রিকেটারদের কারো। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজটা খুব ভালো যায়নি লিটনের। তবে মিরপুর টেস্টে ২৫ ও ৭৩ রানের ইনিংসে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে দুই ধাপ। ১৪তম স্থান থেকে ১২তম স্থানে এসেছেন।

রানের ফোয়ারা ছুটিয়ে সাফল্যের শৃঙ্গে উঠেছেন লিটন। তিন ফরম‌্যাট মিলিয়ে ৫০ ইনিংসে ৪০.০২ গড়ে তুলেছেন ১৯২১ রান। যেখানে রয়েছে ৩ সেঞ্চুরি, ১৩ হাফ সেঞ্চুরি। সবশেষ তার কাছাকাছি কেবল যেতে পেরেছিলেন মুশফিকুর রহিম। ২০১৮ সালে ২ সেঞ্চুরি ও ৯ হাফ সেঞ্চুরিতে ১৬৫৭ রান করেছিলেন। এবার লিটন ছাড়িয়ে গেছেন সবাইকে।

এর আগেও একবার ১২তম অবস্থানে এসেছিলেন লিটন। চলতি বছরের জুনে তার সেই অবস্থানে আসার সময় রেটিং ছিল ৭২৪। এবার রেটিং ৭০২।

লিটনের আগে দেশের ব্যাটারদের মধ্যে সেরা র‌্যাংকিংয়ের রেকর্ডটি ছিল তামিম ইকবালের। ২০১৭ সালে তামিম ৭০৯ রেটিং নিয়ে ১৪তম অবস্থানে উঠে এসেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *