টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল উঠেছে পাকিস্তান ও ইংল্যান্ড। ইতোমধ্যে দু’দলই পৌঁছে গিয়েছে মেলবোর্ন। শেষ সময়ে নিজেদেরকে ঝালিয়ে নিতে নেটে ঘাম ছড়াচ্ছে দুদলই
রোববার (১৩ নভেম্বর) একলাখ ধারন ক্ষমতা সম্পন্ন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান। ক্রিকেটপ্রেমীদের উত্তেজনার আঁচ তুঙ্গে।
কখন খেলা শুরু হবে? বিশ্বকাপের সূচি বলছে বাংলাদেশ সময় দুপুর ২ টায় শুরু ফাইনাল। তার ৩০ মিনিট আগে অর্থাৎ, দুপুর ১.৩০টায় টস করবেন দুই অধিনায়ক বাটলার এবং বাবর। এই পর্যন্ত সব কিছুই নির্দিষ্ট রয়েছে। আয়োজকরা প্রস্তুত। ফাইনাল ঘিরে থাকছে কড়া নিরাপত্তার আয়োজন। টিকিট বা অনুমতি ছাড়া স্টেডিয়ামের কাছাকাছিও পৌঁছতে পারবেন না কেউ।