টিকটক ব্যবহারকারীরা এখন পোস্ট করতে পারবেন টেক্সটের মাধ্যমে। সম্প্রতি টেক্সট-ভিত্তিক পোস্ট ফিচার চালু করেছে টিকটক। নিজেকে প্রকাশ করার জন্য এটি একটি নতুন ফরম্যাট। নতুন ফিচারটির মধ্য দিয়ে কনটেন্ট নির্মাণের ক্ষেত্রটি আরও প্রসারিত করছে টিকটক। গল্প, কবিতা, রেসিপি কিংবা অন্যকোনও লিখিত বিষয়বস্তু তুলে ধরতে প্ল্যাটফর্মটির কমিউনিটির জন্য এটি একটি নতুন উপায়।
অভিনব সব টুলসের মাধ্যমে নিজেকে প্রকাশ করতে অনুপ্রাণিত করে টিকটক। একইসঙ্গে প্রতিশ্রুতি দেয় সব ধরনের সৃজনশীলতাকে লালন করার। যার ধারাবাহিকতায় ভিডিও, ছবি, ডুয়েট এবং স্টিচ-সহ বিভিন্ন কনটেন্টের ফরম্যাট এসেছে প্ল্যাটফর্মটিতে। টেক্সট-ভিত্তিক পোস্ট ফিচারটি বিকল্প হিসেবে আরও একটি মাত্রা যোগ করেছে এখানে। যেখানে ক্রিয়েটররা তাদের লেখার বিষয়গুলো শেয়ার করতে পারেন।
টেক্সটে যুক্ত করা যাবে স্টিকার, ট্যাগ এবং হ্যাশট্যাগ, ব্যাকগ্রাউন্ড কালার। এছাড়া সাউন্ড যুক্ত করা যাবে এতে।