খেলাধুলা

জোড়া গোল করে পর্তুগালকে জেতালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে কুয়েতের বদর আল-মুতাওয়া জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ১৯৬ ম্যাচ খেলেছিলেন। রোনালদো বিশ্বকাপ মরোক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে শেষ মুহূর্তে মাঠে নেমে মুতাওয়ার রেকর্ড ছুঁয়েছিলেন। আর বৃহস্পতিবার দিবাগত রাতে লিচেনস্টাইনের বিপক্ষে ইউরো বাছাইপর্বের ম্যাচে মাঠে নেমে রোনালদো ভেঙে দেন তার রেকর্ড। হয়ে যান ফুটবল ইতিহাসে জাতীয় দলের জার্সি গায়ে সবচেয়ে বেশি ১৯৭ ম্যাচ খেলা একমাত্র ফুটবলার।

বিশ্বরেকর্ড গড়েরই ক্ষান্ত হননি তিনি। জোড়া গোল করে দলের ৪-০ ব্যবধানের জয়ে রেখেছেন অবদানও। তাতে বড় জয়ে ইউরো বাছাইপর্ব দারুণভাবে শুরু করে পর্তুগীজরা।

ম্যাচের অষ্টম মিনিটে দলকে এগিয়ে নেন হোয়াও ক্যানসেলো। ৪৭ মিনিটে ২-০ করেন বার্নাদো সিলভা। এরপর জোড়া গোল রোনালদোর। ৫১ মিনিটে পেনাল্টি থেকে এবং ৬৩ মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল করেন পর্তুগিজ যুবরাজ।

এর আগে এই ম্যাচে মাঠে নেমেই বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন রোনালদো। ফুটবল ইতিহাসে জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার এখন সিআরসেভেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *