স্বাস্থ্য ও চিকিৎসা

জেলা পর্যায়েও বার্ন ইউনিটের ব্যবস্থা করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট দেশ হিসেবে দেখতে চান। এরই অংশ হিসেবে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় সব ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে অবকাঠামো ও ব্যবস্থাপনায় কিছু দুর্বলতা আছে, এজন্য বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ ঢাকায় এসব রোগীর চিকিৎসায় সব ব্যবস্থা রয়েছে। তবে এসব হাসপাতালে চাপ কমাতে জেলা পর্যায়েও বার্নের চিকিৎসার ব্যবস্থা করতে হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

রোববার (১২ মার্চ) রাজধানীর একটি হোটেলে হেলথ বুলেটিন ২০২০ মোড়ক উন্মোচন ও সিম বিতরণ অনুষ্ঠানে জাহিদ মালেক এসব কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *