আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ২০১০ বিশ্বকাপ জয়ী স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বাসকুয়েটস। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন তিনি।
শুক্রবার নিজের সামাজিক মাধ্যমে বার্সেলোনার ৩৪ বছর বয়সী এ তারকা লিখেছেন, ‘১৫ বছর ধরে ১৪৩ ম্যাচ খেলার পর আমার জাতীয় ফুটবল দল থেকে বিদায় নেয়ার সময় এসে গেছে।’
২০১০ সালে স্পেনের বিশ্বকাপে জয়ে বেশ অবদান ছিল বুসকেতসের। চলতি মৌসুমেই বার্সার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে এই ফুটবলারের। তবে ক্লাবটির সঙ্গে চুক্তি বাড়বে কিনা, তা এখনও নিশ্চিত না
উল্লেখ্য কাতার বিশ্বকাপে শেষ ষোলর ম্যাচে টাইব্রেকারে মরক্কোর কাছে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে স্পেন।