জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের বাসে কমিটি গঠন ও সিট দখলে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সঙ্গে ছাত্রছাত্রীরা কে কোথায় বসবেন তার জন্য নির্দিষ্ট আসনও ঘোষণা করা হয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক সই করা এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী বহনকারী নিজস্ব সিলভার (রূপালি) রঙের সব একতলা বাসের সামনের দ্বিতীয় সারি থেকে পঞ্চম সারি পর্যন্ত দুই পাশের সব আসন ছাত্রীদের জন্য বরাদ্দ থাকবে। অন্যান্য সব আসন ছাত্রদের জন্য বরাদ্দ থাকবে। বিআরটিসি থেকে ভাড়া করা লাল রঙের দ্বিতল বাসের নিচের তলায় ছাত্রীরা অবস্থান করবে ও ওপর তলায় ছাত্ররা বসবে।
আরও বলা হয়, বই, খাতা, ব্যাগ বা রুমাল রেখে কোনো আসন দখল করা যাবে না। আগে এলে আগে বসা সাপেক্ষে বাসে কোনো সিনিয়র-জুনিয়র হিসেবে বসা বা দাঁড়ানো যাবে না এবং ছাত্রছাত্রীদের বাসে কোনো কমিটি গঠন করা যাবে না।