ইনজুরিযুক্ত সাদিও মানেক নিয়েই বিশ্বকাপ দল ঘোষণা করেছিল সেনগাল। ধারণা করা হচ্ছিল গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ থেকে পাওয়া যাবে তাকে কিন্তু ইনজুরি গুরতর হওয়ায় সেটি আর সম্ভব হচ্ছে না পাওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছিল তারা। সেনগাল দল থেকে পুরোপুরি বাদ পড়লেন মানে। যার ফলে মানের বিশ্বকাপ স্বপ্ন শেষ।
বিবসির এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সাদিও মানের চোটের সর্বশেষ অবস্থা জানতে আরও একটি এমআরআই স্ক্যান হয়। এমআরআইয়ের রিপোর্টে বলা হয়, মানের হাঁটুতে দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন।
বায়ার্ন নিশ্চিত করেছে যে, মানের “অস্ত্রোপচার সফল হয়েছে” বৃহস্পতিবার, তার ডান ফিবুলার মাথায় একটি টেন্ডন সংযুক্ত করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার (১৫ নভেম্বর) সেনেগালের ফুটবল ফেডারেশন জানিয়েছিল, বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন না মানে।
গত ৪ নভেম্বর বুন্দেসলিগায় ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে ম্যাচে খেলতে নেমে হাঁটুর ইনজুরিতে পড়েন সাদিও মানে।