বিশ্বকাপকে সামনে রেখে অনুশীলন চলাকালীন মাংসপেশিতে চোট পেয়ে ফ্রান্স দল থেকে ছিটকে গেছেন এবছরের ব্যালনডি’ওর জয়ী করিম বেনজেমা। শনিবার (১৯ নভেম্বর) ফরাসি ফুটবল ফেডারেশন এ তথ্য জানিয়েছে।
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেন, “করিমের জন্য আমি অত্যন্ত দুঃখিত যে এই বিশ্বকাপকে একটি প্রধান লক্ষ্য বানিয়েছিল। ফরাসি দলের জন্য এই নতুন ধাক্কা সত্ত্বেও, আমি আমার গ্রুপের উপর পূর্ণ আস্থা রাখি। আমাদের জন্য যে বিশাল চ্যালেঞ্জ অপেক্ষা করছে তা মোকাবেলায় আমরা সবকিছু করব,” বলেছেন কোচ। এক বিবৃতিতে দিদিয়ের দেশচ্যাম্পস।
ইনজুরির কারণে গতবিশ্বকাপজয়ী ও দলের গুরুত্বপূর্ণ দুই মিডফিল্ডার পল পোগবা এবং এন’গোলো কান্তে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষনা করেছিল ফ্রান্স।সেই তালিকায় এবার যোগ হলো করিম বেনজেমার নাম।
উল্লেখ্য, মঙ্গলবার ডি গ্রুপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ যাত্রা শুরু করবে ফ্রান্স।