৮০তম গ্লোল্ডেন গ্লোব পুরস্কারে দুটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে ভারতের ‘আরআরআর’ ছবিটি। ক্যাটাগরি দুটি হলো, সেরা সিনেমা (ইংরেজি ভাষা নয়) ও সেরা মৌলিক গান।
সোমবার (১২ ডিসেম্বর) ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে আয়োজিত একটি অনুষ্ঠানে বিশ্বের সম্মানজনক এই পুরস্কারের বিভিন্ন ক্যাটাগরিতে মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়। অন্য মনোনয়নপ্রাপ্তদের মধ্যে এসময় উপস্থাপক মায়ান লোপেজ ও সেলেনিজ লেভা ‘আরআরআর’ এর নাম দুই ক্যাটাগরিতে ঘোষণা করেন।
সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র শাখায় ‘আরআরআর’-এর পাশাপাশি মনোনয়ন পেয়েছে জার্মানির ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’, আর্জেন্টিনার ‘আর্জেন্টিনা নাইনটিন এইটি ফাইভ’, বেলজিয়াম, ফ্রান্স ও নেদারল্যান্ডসের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ক্লোজ’ এবং দক্ষিণ কোরিয়ার ‘ডিসিশন টু লিভ’।
গোল্ডেন গ্লোব পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে ২০২৩ সালের ১০ জানুয়ারি।