সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। তবে দুর্ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও মিঠুন ও তার সহযোগীরা কেউ হতাহত হয়নি।
জানা গেছে, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কাছাকাছি তিন মাথার মোড়ে হঠাৎ মিঠুনের গাড়ির সামনে চলে আসে একটি সাইকেল। সেই সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে হঠাৎ ব্রেক দিয়ে গাড়ির সামনের থাকা গাড়িটি।
পেছনে থাকা গাড়িটি সজরে ধাক্কা মারে সামনের গাড়িতে, আর সেই গাড়িতেই বসেছিল মিঠুন চক্রবর্তী। মিঠুনের গাড়ির পেছনে থাকা নিরাপত্তারক্ষীদের গাড়ি ও ধাক্কা মারে মিঠুনের গাড়িতে। তবে মিঠুন আহত না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে তার গাড়িটি।
আনন্দবাজার এর খবরে বলা হয়, শনিবার রাজনৈতিক কর্মসূচি শেষে বিজেপি নেতা ও অভিনেতা মিঠুনের গাড়িবহর বাঁকুড়া থেকে আসানসোলে যাচ্ছিল। পথে বিষ্ণুপুর পার হওয়ার পর তার গাড়িটি দুর্ঘটনায় পড়ে।