আন্তর্জাতিক ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ ২০২২ প্রতিযোগিতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গণিত বিভাগের নয় শিক্ষার্থী সিলভার ও ব্রোঞ্জ পদক অর্জন করেছেন।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে শাবিপ্রবির তত্ত্বাবধায়ক গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইন্টারন্যাশনাল ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ (আইওয়াইএমসি) একটি আন্তর্জাতিক সংগঠন, যারা প্রতি বছর আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতার আয়োজন করে। এবারের প্রতিযোগিতায় আবু নাসের শাহ মো. মারুফ আহমেদের তত্ত্বাবধায়নে মোট ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের ফাইনালে উত্তীর্ণ হয় ১৫ জন এবং শাবিপ্রবির গণিত বিভাগের ৯ জন শিক্ষার্থী বিজয়ী হয়। বিজয়ীদের মধ্যে দুজন সিলভার পদক এবং সাতজন ব্রোঞ্জ পদক পেয়েছেন।