সরকারি বিশ্ববিদ্যালয় সর্বশেষ

খুবিতে ষষ্ঠ ধাপে ভর্তির পরও ৩৭৭টি আসন ফাঁকা

গুচ্ছভুক্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে সপ্তম ধাপের ভর্তি প্রক্রিয়া আজ শনিবার (২৪ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে। অনলাইনে এ কার্যক্রম চলবে আগামী সোমবার (২৬ ডিসেম্বর) পর্যন্ত। এখনো বিশ্ববিদ্যালয়ের আসন ফাঁকা রয়েছে ৩৭৭টি।

এর আগে ষষ্ঠ ধাপের ভর্তি কার্যক্রম শেষ হয়। এ ধাপের আগে ৪৪৪টি আসন ফাঁকা ছিল। পঞ্চম ধাপে মাত্র ৭৩টি আসন পূরণ হয়েছে। এখন বাকি আসন পূরণে সপ্তম ধাপের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ষষ্ঠ ধাপ পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের ৬৭৬টি আসন পূর্ণ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আটটি স্কুলের ২৯টি বিভাগে মোট আসন ১১৬৯টি। সে হিসেবে এখনো ফাঁকা ৩৭৭টি আসন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *