কৃষিগুচ্ছ অন্তর্ভুক্ত ৮টি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের তৃতীয় মেধাতালিকা প্রকাশিত হয়েছে। তৃতীয়ধাপে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের মেধাতালিকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হয়। উত্তীর্ণ ভর্তিচ্ছুদের আজ বৃহস্পতিবারের (১০ নভেম্বর) মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত বিশ্ববিদ্যালয়ে সসশীরে উপস্থিত হয়ে ভর্তি সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। গত ৮ নভেম্বর এ প্রক্রিয়া শুরু হয়।
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য-সচিব শেখ রেজিউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তৃতীয় মেধাতালিকা প্রকাশিত হয়েছে।
নির্বাচিত প্রার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট ও প্রশংসাপত্র এবং চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে। কোটা সংক্রান্ত মূল ডকুমেন্টস প্রদর্শন করতে হবে/প্রযোজ্য ক্ষেত্রে জমা দিয়ে ভর্তি যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। কোটা সংক্রান্ত ডকুমেন্টেস স্ব-স্ব বিশ্ববিদ্যালয় কর্তৃক যথাযথভাবে যাচাইপূর্বক তাদের ভীর্ত সম্পন্ন করতে হবে।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর ২০২১-২২ শিক্ষাবর্ষে আটটি কৃষি ও কৃষিভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এরপর ১৬-২০ সেপ্টম্বরের মধ্যে মেধাতালিকা ও অপেক্ষমান তালিকার প্রার্থীদের বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি/বিষয়সমূহের পছন্দক্রম/অপশন প্রদান করেছেন ভর্তিচ্ছুরা। পরে ৩০ সেপ্টেম্বর প্রথম মেধাতালিকা প্রকাশ করে কেন্দ্রীয় ভর্তি কমিটি। ২৬ অক্টোবর দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করে কর্তৃপক্ষ।
তৃতীয় মেধাতালিকায় উত্তীর্ণ ভর্তিচ্ছুদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন