বিশ্ব বিদ্যালয় সর্বশেষ

কিউএস এশিয়া র‍্যাংকিংয়েও বাংলাদেশ এর আগে ভারত পাকিস্তানের অবস্থান

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান কিউএস এশিয়ান ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৩-এর তালিকায় স্থান পেয়েছে দেশের মাত্র ১১টি বিশ্ববিদ্যালয়। যেখানে তালিকায় প্রতিবেশী দেশ ভারতের আছে ১১১টি ও পাকিস্তানের আছে ৪৫টি প্রতিষ্ঠানের নাম। প্রতিবেশীদের সাথে তুলনামূলক হিসেবে উচ্চশিক্ষায় তাদের ধারেকাছেও নেই বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো

আজ মঙ্গলবার (৮ নভেম্বর) কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাংকিং-২০২৩ এর তথ্য প্রকাশের মাধ্যমে এ তথ্য জানায় সংস্থাটি। তালিকায় শীর্ষ ৫০ এর মধ্যে রয়েছে ভারতের দুটি বিশ্ববিদ্যালয়। ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি বোম্বো(আইআইটিবি) ৭১ স্কোর নিয়ে ৪২ ও ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি দিল্লি(আইআইটিএম) ৬৯.৬ স্কোর নিয়ে রয়েছে তালিকার ৪৫তম স্থানে। বাংলাদেশের হয়ে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্কোর ৩৩.৪ পেয়ে দেশসেরা হয়েছে। সেখানে বাংলাদেশের চেয়েও বেশি স্কোর আছে দেশটির ১০টি বিশ্ববিদ্যালয়ের। সবমিলিয়ে কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৩-এর তালিকায় ভারতের রয়েছে মোট ১১১টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের। তবে ভারতের হয়ে তাদের শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দুটি সাধারণ বিশ্ববিদ্যালয় বাদে বাকি আটটিই বিজ্ঞান ও প্রযুক্তি সংশ্লিষ্ট উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।

অন্যদিকে, এ তালিকায় পাকিস্তানের রয়েছে ৪৫টি প্রতিষ্ঠানের। তাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সাইন্স অ্যান্ড টেকনোলজি(এনইউএসটি) ইসলামাবাদ, রয়েছে তালিকায় ৭৪তম স্থানে এবং তাদের স্কোর ৫১.৩। আর তালিকায় স্থান পাকিস্তানের পাওয়া ৪৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চারটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের থেকেও বেশি স্কোর করেছে। তবে তালিকায় শীর্ষ ৫০ এর মধ্যে নেই পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *