খেলাধুলা

কাতারকে ৩-১ গোলে হারিয়ে আশা বাঁচিয়ে রাখলো সেনেগাল

নেদারল্যান্ডসের সঙ্গে সমানে সমান লড়াই করেছিল সেনেগাল। শেষ মুহূর্তে যদিও ছন্দ ধরে রাখতে পারেনি। দুই গোল হজম করে টুর্নামেন্ট শুরু করেছে পরাজয় দিয়ে। দ্বিতীয় ম্যাচে কাতারের বিপক্ষে অবশ্য কোনও ভুল করেনি তারা। স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয় তুলে নিয়েছে।

প্রথমার্ধে সেনেগাল সব দিক থেকেই এগিয়ে ছিল। ৪১ মিনিটের মাথায় তারা গোলও পেয়ে যায়। দলকে এগিয়ে দেন বোলায়ে দিয়া। সেনেগালের দিয়াতার শটে বক্সে বল ক্লিয়ার করার চেষ্টায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান ডিফেন্ডার বুয়ালেম খুউখি। আলগা বল পেয়ে ডান পায়ের শটে জালে পাঠান দিয়া (১-০)।

শুরুতে সেট পিসে সেভাবে কার্যকরী দেখা যায় নি আফ্রিকান চ্যাম্পিয়নদের। বিরতির পরই যেন ছন্দ খুঁজে পায় তারা। ৪৮ মিনিটে জ্যাকবসের নেওয়া কর্নার থেকে দারুণ এক হেডে জাল কাঁপিয়ে স্কোর ২-০ করেন দিয়েধিও।

তবে ইসমাইল মোহাম্মদের ক্রস থেকে ৭৮তম মিনিটে বুলেট হেডে ব্যবধান কমিয়ে ম্যাচে উত্তেজনা ফেরান মোহাম্মদ মুন্তারি। তবে স্বাগতিকদের ফেরায় আশায় জল ঢালেন বাম্বা দিয়েং। তৃতীয়বার জাল কাঁপান বদলি নামা এই ফুটবলার।

তাতে ‘এ’ গ্রুপে পয়েন্ট না পাওয়া একমাত্র দল এখন কাতার। বাকি তিন দলেরই সমান তিনটি করে পয়েন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *