সর্বশেষ

করোনার কারণে ৩ বছর ছাড় পাবেন প্যানেল প্রত্যাশীরা : শিক্ষামন্ত্রী

 

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, যারা বিদ্যমান আইনের আওতায় আছেন অর্থাৎ যাদের বয়স ৩৮ এর কম তারা আবেদন করতে পারবেন এবং চাকরি প্রাপ্তির সুযোগ থাকবে। করোনার কারণে তিন বছরের একটা ছাড় আইন অনুযায়ী পাবেন। 

সোমবার (২ জানুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্যানেল প্রত্যাশীদের নিয়ে এক আলোচনা শেষে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। এ সময় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্মকর্তা এবং প্যানেল প্রত্যাশীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্যানেলভিত্তিক নিয়োগের দাবিতে ২০০ দিনের অধিক সময় আন্দোলন করেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিবন্ধিতরা। ২০২২ সালের গত ৫ জুন থেকে শাহবাগ জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের সামনে অনশন শুরু করেন তারা।  ২০০ তম দিনে (২১ ডিসেম্বর) রাজধানীর ব্যস্ততম এলাকা শাহবাগ মোড় অবরোধ করেছিলেন তারা। শাহবাগ অবরোধ করায় পুলিশ তাদের ওপর হামলা করেছে বলেও অভিযোগ করেছিলেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *