বিশ্ব বিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয় স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়

কম্পিউটার বেজড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে সমন্বিত ভর্তি পরীক্ষা

আগামী বছর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে দেশের সব বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরের বছর ‘ন্যাশনাল টেস্টিং অথরিটি (এনটিএ)’ নামে পৃথক একটি কর্তৃপক্ষ গঠন করে এই সমন্বিত ভর্তি পরীক্ষার নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এ নিয়ে সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় একক ভর্তি পরীক্ষা নিয়ে ধারণাপত্র উপস্থাপন করেন ইউজিসির সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম। সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, আগামী বছর দেশের সব বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর এনটিএর মাধ্যমে পরীক্ষার নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

এনটিএর প্রসঙ্গে তিনি বলেন, এই পরীক্ষাটি হবে সর্ম্পূণ কম্পিউটার-বেইজড। এটা বিভিন্ন দেশে চালু রয়েছে। আমরা মনে করছি, এটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পরীক্ষাটি অর্গানাইজড করতে হবে। এখন যেভাবে হচ্ছে, ভর্তি পরীক্ষা কমিটিতে ভিসিরা থাকছেন ডিনরা, শিক্ষক-কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *