বিদেশ শিক্ষা স্কলারশিপ

কমনওয়েলথ বৃত্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ

২০২৩ শিক্ষাবর্ষে কমনওয়েলথ বৃত্তির জন্য বাংলাদেশের ৫১ প্রার্থী মনোনয়ন পেয়েছেন। ‘কমনওয়েলথ স্কলারশিপ টেনেবল ইন দ্য ইউনাইটেড কিংডম ফর ২০২৩’ আওতায় এমএস প্রোগ্রামে ২৯ জন ও পিএইচডি প্রোগ্রামে ২২ জন মনোনয়ন পেয়েছেন।

রবিবার (৪ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে মনোনয়নপ্রাপ্ত এই ৫১ জনের তালিকা প্রকাশ করা হয়।

প্রতিটি দেশের জন্য আলাদা মনোনীত প্রতিষ্ঠান আছে। বাংলাদেশি শিক্ষার্থী ও আগ্রহী প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।

সাধারণত, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর শিক্ষার্থীদের যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে মাস্টার্সে পড়াশোনা করার সুযোগ করে দেয় কমনওয়েলথ বৃত্তি। মাস্টার্সের জন্য কমনওয়েলথের এ বৃত্তির যাবতীয় অর্থ দেয় ইউকে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) নামের একটি প্রতিষ্ঠান।

মনোনীত প্রার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *