বিজ্ঞান ও প্রযুক্তি

ওয়ান প্লাসের নতুন মডেল OnePlus Nord CE 3 Lite 5G আসছে বাজারে

সারা বছর জুড়েই OnePlus একের পর এক নতুন স্মার্টফোন লঞ্চ করে। 2023 শুরুর থেকেই কোম্পানিটি অনেকগুলি স্মার্টফোন উপহার দিয়েছে। প্রিমিয়াম ফোন থেকে শুরু করে মিড-রেঞ্জ, সমস্ত কিছুই রয়েছে OnePlus স্মার্টফোনের তালিকায়। এবার আবারও একটি সুখবর নিয়ে হাজির হল কোম্পানিটি। OnePlus ভারতীয় বাজারে OnePlus Nord CE 3 Lite 5G লঞ্চ করতে চলেছে। তার জন্য় খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। 4 এপ্রিল এই নতুন ফোনটি লঞ্চ হবে বলে জানিয়েছে OnePlus। Gizmochina-এর মতে , মডেল নম্বর CPH2465 সহ OnePlus Nord CE 3 Lite 5G NBTC সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছে। যা থেকে জানা যাচ্ছে এটি শীঘ্রই বিশ্বব্যাপী লঞ্চ হবে। লঞ্চের আগেই OnePlus Nord CE 3 Lite 5G-এর ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নিন। যাতে লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গেই কোনও বিভ্রান্তি ছাড়াই কিনে আনতে পারেন।

স্পেসিফিকেশন :

OnePlus Nord CE 3 Lite 5G-এর স্পেসিফিকেশন সম্পর্কে বললে, এতে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.7-ইঞ্চি ফুল HD+ LCD ডিসপ্লে থাকবে। এটি অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক অক্সিজেনওএস 13-এ কাজ করবে। এই ফোনে Adreno 619L GPU সহ Octa Core Snapdragon 695 8nm দেওয়া হতে পারে। স্টোরেজ হিসেবে এই ফোনে 6GB বা 8GB LPDDR4X RAM এবং 128GB / 256GB UFS 2.2 স্টোরেজ দেওয়া হবে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়ানো যেতে পারে। নিরাপত্তার জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *