এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের ২০২২-২৩ শিক্ষাবর্ষে শিক্ষাবৃত্তি (শর্ত স্বাপেক্ষে) প্রদান করবে দি মিশন ওয়েলপার ট্রাস্ট। আগ্রহীরা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা:
১। এসএসসি/ সমমানের পরীক্ষায় ন্যূনতম ৩.০০ জিপিএ নিয়ে উত্তীর্ণ হতে হবে।
২। পারিবারিকভাবে অস্বচ্ছল হতে হবে।
৩। বাস্তব জীবনে স্ব-ধর্মের অনুসারী হতে হবে।
৪। ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ও এ+ প্রাপ্তরা অগ্রাধীকার পাবে।
৫। শিক্ষক, কৃষক, মুক্তিযোদ্ধা ও মফস্বলের শিক্ষার্থীরা অগ্রাধীকার পাবে।
৬। এতিম/পিতৃহীন ও অসহায়গণ অগ্রাধীকার পাবে।
৭। প্রাকৃতিক দুর্যোগ অঞ্চলের শিক্ষার্থীরা অগ্রাধীকার পাবে।
৮। ছাত্রীদের অগ্রাধীকার দেয়া হবে।
প্রয়োজনীয় কাগজপত্র: জেএসসি ও এসএসসির মার্কশিট, প্রশংসাপত্র, প্রবেশপত্র, রেজি: কার্ড, ছবি ও স্বহস্তে লিখিত আবেদনপত্র, সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি অথবা প্রতিষ্ঠান প্রধানের আর্থিক ও চারিত্রিক প্রত্যয়নপত্র।
আবেদন প্রক্রিয়া: নির্ধারিত তারিখের মধ্যে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন করতে হবে।
ঠিকানা: দি মিশন ওয়েলফার ট্রাস্ট, বায়তুল আমান হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭
আবেদনের সময়সীমা: সংবাদ প্রকাশের দিন থেকে ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে। (সাক্ষাত সময় সকাল ৮টা-বিকাল৪টা)